ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে আইরিন: ২০ লাখ মানুষকে সরে যেতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১
যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে আইরিন: ২০ লাখ মানুষকে সরে যেতে  নির্দেশ

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ‘আইরিন’ আঘাত হানার আশঙ্কায় ২০ লক্ষাধিক মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আইরিন ওই এলাকয় ঘণ্টায় ৯০ মিটার (ঘণ্টা ১৫০ কিমি) গতিবেগে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।



এরমধ্যে নিউইয়র্কের মেয়র সেখানকার নিচু এলাকায় বসবাসরত প্রায় আড়াই লাখ মানুষকে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এছাড়া ঘূর্ণিঝড় ‘আইরিন’-এর আশঙ্কায় নর্থ ক্যারোলাইনা থেকে কানেকটিকাট পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছেন ‘আইরিন’ এক ঐতিহাসিক নজিরবিহীন ঝড় হতে যাচ্ছে। ওবামা ঘূর্ণিঝড় ‘আইরিন’ এর বিষয়ে সতর্ক থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার অবকাশ যাপনের শেষ মুহূর্তে বারাক ওবামা বলেন, ‘কারও জন্য অপেক্ষা করবেন না, দেরি করবেন না। আমরা ভালো আশা করি, তবে খারাপের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের সবাইকে এই ঝড় গুরুতরভাবে নিতে হবে। ’

জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের দেওয়া তথ্য মতে, শনিবার সকালে নর্থ ক্যারোলাইনের উপকূলে আঘাত হানার পর আইরিন দুর্বল হয়ে পড়েছে। তবে তারপরও আইরিন উত্তর উপকূলের দিকে ধেয়ে আসছে।

মূল ভূখণ্ড থেকে কিছু দূরে অবস্থিত দ্বীপগুলোতে আঘাত হানার পর উত্তর ক্যারোলাইন থেকে প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংকট এড়াতে মানুষ খাদ্য, পানি এবং জ্বালানি মজুদ করা শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাসে ঘূর্ণিঝড়কে ‘চরম বিপদজনক’ বলে অভিহিত করা হয়েছে।

এতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ঝড়ে ক্যারোলাইনা তলিয়ে যেতে পারে এবং সমুদ্রের পানি ১১ ফুট (৩ দশমিক ৩৫ মিটার) বৃদ্ধি পেতে পরে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।