নয়াদিল্লি: অনশনরত আন্না হাজারে ও তার দলের (টিম আন্না) প্রণয়ন করা দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল শনিবার পাস করেছে ভারতের পার্লামেন্ট। তবে এ নিয়ে কোনো ভোটাভুটি করতে হয়নি।
এর ফলে নয়াদিল্লির রামলিলা ময়দানে অনশনরত আন্না হাজারে অনশন ভাঙছেন। গত ১২ দিন ধরে তিনি অনশন করে আন্নার সাড়ে সাত কেজি ওজন কমে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আন্নার দাবি মুখে ভারতের লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে বিলটি পাস হয়েছে।
শনিবার সকালে আন্না হাজারে বলেছেন, সংসদ সদস্যদের মধ্যে প্রায় ১৫০ জন সদস্য ফৌজদারি মামলার আসামি। পরবর্তী নির্বাচনে এসব আইনপ্রণেতাকে আর নির্বাচিত না করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
দুই ঘণ্টায় সমর্থকদের উদ্দেশে দেওয়া দুটি ভাষণের দ্বিতীয় ভাষণে এই গান্ধীপন্থী বলেন, ‘একজন এমপির কাছে মানুষ অনেক কিছু আশা করে, কিন্তু তারা মানুষের সে আশা পূরণ করে না। ’ এজন্যই তিনি সারা দেশে মানুষের কাছে সরাসরি গিয়ে এসব এমপিকে নির্বাচিত না করার আহ্বান জানাবেন।
আন্না হাজারে গত ২৫ আগস্ট রাত থেকে তার সমর্থকদের উদ্দেশে কোনো ভাষণ দেননি। শনিবার সকাল ১০টার দিকে দেওয়া ভাষণে আন্না ঘোষণা করেন, দুর্নীতিবিরোধী আইন পাসের জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিনি প্রতিবাদ করে যাবেন।
ডাক্তাররা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তিনি এখনো তিন থেকে চার দিন অনশন করবেন।
আন্না হাজারে বলেন, এমপিদের ‘প্রভু’ হচ্ছে সাধারণ মানুষ। প্রভুরা তার ‘চাকরের’ কাজের ওপর সবসময় নজর রাখেন। যদি তিনি ভাল কাজ না করেন তবে প্রভু তাকে ছুড়ে ফেলেন।
তিনি আরও বলেন, আইনপ্রণেতাদের ভুলের বিষয়ে কারো নিশ্চুপ থাকা উচিত নয়। তাদের কাজ হবে সংসদে এসব আইনপ্রণেতার পুনর্নির্বাচিত হতে বাধা দেওয়া।
আন্না বলেন, ‘আমাদের পার্লামেন্ট গণতন্ত্রের পবিত্র মন্দির, এই মন্দিরের পবিত্রতা আমাদেরই রক্ষা করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১