ত্রিপোলি: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অর্ন্তবর্তী সরকার গঠনে গাদ্দাফি প্রস্তুত বলে জানিয়েছেন গাদ্দাফি প্রশাসনের মুখপাত্র মুসা ইব্রাহিম।
শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ত্রিপোলি থেকে ফোন করে মুসা ইব্রাহিম বলেন, গাদ্দাফি এখনও লিবিয়াতে। গাদ্দাফি তার সন্তান আল-সাদিকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করার জন্য নিয়োগ করেছেন।
ফোনের কণ্ঠস্বরটি মুসা ইব্রাহিমেরই বলে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।
লিবিয়া যুদ্ধকালে মুসা ইব্রাহিম গাদ্দাফি প্রশাসনের সর্বাধিক পরিচিত মুখ। পুরো সময়জুড়েই তাকে বিভিন্ন গণমাধ্যমে এবং সাংবাদিকদের সঙ্গে দেখা গেছে।
এই ফোনের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে, গাদ্দাফি তার কৌশল পাল্টিয়েছেন। যেখানে গত সপ্তাহে গাদ্দাফি তার অনুগতদের ‘ইঁদুরদের’ এবং ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গাদ্দাফি কোথায় আছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। দবে বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, গাদ্দাফি তার জন্মশহর সিরতে অবস্থান করছেন।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ত্রিপোলি থেকে জানান, গাদ্দাফিকে হত্যা চেষ্টা পুরোদমেই চলছে। তার জন্মস্থান সিরতে ব্যাপক সংঘর্ষ হচ্ছে বিদ্রোহী ও তার অনুগত বাহিনীর মধ্যে।
এদিকে বিদ্রোহীরা শনিবার বিন জাওয়াদের দখল নিয়েছে বলে জানিয়েছে। এই জয়ের ভেতর দিয়ে তারা সিরতের দিকে আরও একদাপ এগিয়ে গেল।
জাতীয় অর্ন্তবর্তী পরিষদ (এনটিসি) শনিবারের এক সংবাদ সম্মেলনে জানায়, বিদ্রোহী কমান্ডাররা বিন জাওয়াদে গাদ্দাফির অনুগতদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে তারা আত্মসমর্পণ করে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১