ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ‘আইরিন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১
যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ‘আইরিন’

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আইরিন’। এরই মধ্যে ২০ লক্ষাধিক মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সরকার।



নিউইয়র্ক শহরের নিম্নাঞ্চলে বসবাসরত প্রায় আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যা নজিরবিহীন। ঘূর্ণিঝড়টি প্রথমে আঘাত হানে নর্থ ক্যারোলিনায়।

এরইমধ্যে ঘূর্ণিঝড় আইরিন আঘাত হানার ফলে বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নর্থ ক্যারোলিনা থেকে কানেকটিকাট পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থান ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা আইরিনকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) থেকে জানানো হয়েছে, আইরিনের বিপদ সংকেত মাত্রা দুই থেকে একে নামানো হলেও এটা ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বইবে। এনএইচসির পূর্বাভাস অনুযায়ী, রোববার নাগাদ ঘূর্ণিঝড়টি আটলান্টিকের মধ্যাঞ্চলে পৌঁছে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।