সিঙ্গাপুর: সিঙ্গাপুরের ৭ম প্রেসিডেন্ট হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ড. টনি টান (৭১) বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
টনি টান নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক আইনপ্রণেতা ও পিএপির সাবেক সদস্য টান চেং বকের চেয়ে ৭হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৭লাখ ৪৪ হাজার ৩২৭টি। অন্যদিকে বক পেয়েছেন ৭লাখ ৩৭হাজার ১২৮ ভোট।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। প্রবল বর্ষণ উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে ২৩ লাখ ভোটার ভোট দেন। সে দেশে ভোট দেওয়া বাধ্যতামূলকও।
নতুন এ প্রেসিডেন্ট আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। বিজয়ী হওয়ার পর তিনি সবার জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, প্রেসিডেন্ট প্রেসিডেন্টই। যারা আমাকে ভোট দিয়েছে, তেমনই যারা দেয়নি তাদের জন্যও।
উল্লেখ্য, সিঙ্গাপুরে প্রেসিডেন্ট প্রার্থী হন অরাজনৈতিক দলের সদস্য। দেশটিতে নির্বাচনপূর্ব জরিপের ফল প্রকাশ করাও নিষিদ্ধ। তবে আগে থেকেই গত জুন মাসে পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) থেকে পদত্যাগ করা সাবেক উপ-প্রধানমন্ত্রী টনি টান (৭১) প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হতে পারেন বলে মনে করা হচ্ছিল।
অন্য দুই প্রার্থী হলেন সাবেক ইন্স্যুরেন্স কর্মকর্তা টান কিন লিয়ান ও সাবেক করপোরেট নির্বাহী টান জি সেই।
১৯৫৯ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় রয়েছে পিএপি। তিন মাস আগে পার্লামেন্ট নির্বাচনে এ দলটি কয়েকটি আসন হারায়।
বাংলাদেশ সময়: ০৮০০ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১