নিউইর্ক থেকে: যুক্তরাষ্ট্রের আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় আইরিনের সঙ্গে এখন নতুন আশঙ্কা যোগ করেছে টর্নেডোর। বিশেষজ্ঞরা জনজীবনে নতুন ভীতির সঞ্চারের আশঙ্কা করছেন।
এদিকে নিইউয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যেকেই স্ব স্ব নিরাপত্তায় নিরাপদ স্থানে সড়ে গেছেন। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্টানগুলো কাঠ দিয়ে প্রবেশ দ্বার বন্ধ করে দিয়েছে।
নিউইর্ক প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যেই সর্তকতা ব্যবস্থা নিতে নিম্নাঞ্চল ছেড়ে অপেক্ষাকৃত উচু এলাকায় আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
আবহাওয়াবিদরা ম্যানহাটনের ডাউন টাউন শহরসহ হাটসন, পূর্ব নদীর তীরে কুইন্সের লং আইল্যান্ডের কিছু অংশসহ লং আইল্যান্ডের ব্যাপক উপকূলীয় এলাকায় জলোচ্ছাসের আশঙ্কা করছেন।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানার পর দেশটির সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কের দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইরিন। নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় অন্তত ৯ জন মারা গেছেন।
নিইউর্ক শহর কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘূণিঝড় আইরিন আঘাত হানার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া জরুরি টেলিফোনও বন্ধ থাকবে।
এদিকে ঘূর্ণিঝড় আঘাতের কারণে আগামী ৫ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এমন পরিস্থিতি আজ সন্ধ্যার আগেই বিভিন্ন সুপার মার্কেট ও দোকানগুলোতে আগেই খাবার পানি, শুকন খাবার দ্রব্য মোমবাতিসহ মোমবাতি দেয়াশলাই সংকট দেখা দিয়েছে।
বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের আশঙ্কায় নগরবাসী আগে থেকেই সুপার মার্কেট ও দোকানগুলোতে কেনাকাটায় ভিড় করেছে।
বিভিন্ন স্থনে প্রবাসী বাঙালিদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা অনেকেই সারারাত জেগে থাকার পরিকল্পনা করছেন।
নিইউর্ক শহর কর্তৃপক্ষের আশঙ্কা অনুযায়ী জলোচ্ছাস বিস্তৃতি লাভ করলে বাংলাদেশ অধ্যুষিত এলাকাসমূহ বন্যা প্লাবিত হতে পারে। এমতাবস্থায় খাবার পানি এবং দৈনন্দিন ব্যবহার্য পানির সঙ্কট মারাতœক আকার ধারণ করতে পারে।
ঘূর্ণিঝড় আইরিনের কারণে টেলিযোগাযোগ মারাত্মক হুমকির মধ্যে পড়বে বলে নিইউর্ক দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় আইরিন আঘাত হানার পরবর্তী জননিরাপত্তা ও অজানা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
মেয়র মাইকেল ব্লোম বার্গ প্রত্যেককেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্ব স্ব গৃহে অবস্থান করার জন্য এক সংবাদ সম্মেলনে বলেছেন।
এদিকে রোববার দুপুর থেকে সকল ধরনের ট্রেন বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১