ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এম ইউ আহম্মেদের মৃত্যুর জন্য সরকার দায়ী: ইউএস বিএনপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

নিউইয়র্ক প্রতিনিধি: অ্যাডভোকেট এম ইউ আহমেদের মৃত্যুর জন্যে সরকারকে দায়ী করে তার বিচার চেয়েছে যুক্তরাষ্ট্র বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

নিউইয়র্ক সিটি বিএনপি, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি, যুক্তরাস্ট্র যুবদল, যুক্তরাষ্ট্র জাসাস, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে অবিলম্বে অ্যাডভোকেট এম ইউ আহমেদের মৃত্যুর জন্যে অভিযুক্তদের বিচারে সোপর্দ করার দাবি জানানো হয়েছে।



তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, মহাসচিব রাফেল তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক একেএম রফিকুল ইসলাম  আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে বিষয়টি অবহিত করেছেন।

তারা অভিযোগ করেছেন, সরকারের অপশাসনের বিরুদ্ধে যারাই রুখে দাঁড়াচ্ছেন তাদেরকেই বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।