ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্ক বিমানবন্দর বন্ধ: সকল ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১
নিউইয়র্ক বিমানবন্দর বন্ধ: সকল ফ্লাইট বাতিল

নিউইয়র্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় আইরিন আঘাত হানায় নিউইয়র্ক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।



নর্থ ক্যারোলিনার পূর্ব উপকূলে আইরিন আঘাত হানায় এ সপ্তাহের শেষ নাগাদ নর্থ ক্যারোলিনা থেকে বোস্টনগামী নয় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবারের তিন হাজার আটশোরও বেশি ফøাইট বাতিল করা হয়েছে।

ঝড় পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত লাখ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন। সবচেয়ে বড় দুটি বিমান সংস্থা  ইউনাইটেড কন্টিনেন্টাল হোল্ডিংস এবং ডেল্টা এয়ার লাইন্স প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কয়েক হাজার ফ্লাইট বাতিল করেছে।

গণপরিবহন ব্যবস্থা বাতিল করার পাশাপাশি শনিবার দুপুর পর্যন্ত নিউইয়র্ক শহরে অবস্থিত বিমানবন্দরেরগুলো সব ফ্লাইট বাতিল করেছে। বিশ্বের সবচেয়ে বড় বিমান কোম্পানি ইউনাইটেড কন্টিনেন্টাল হোল্ডিংস নিউইয়র্ক অঞ্চলে তাদের কার্যক্রম বাতিল ঘোষণা করেছে। রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর এবং ওয়াশিংটন ডালেস ইন্টারন্যাশনাল বিমানবন্দর দুটোই শনিবার দুপুরে খুললেও তাদের বেশিরভাগ ফ্লাইটই বাতিল করা হয়েছে।

বিমান সংস্থাগুলো সোমবারের কয়েকটি ফ্লাইটও এরই মধ্যে বাতিল ঘোষণা করেছে। কিন্তু সব মার্কিন বিমান কোম্পানি জানিয়েছে, তারা ঝড়ের ক্ষয়ক্ষতির অবস্থা মূল্যায়ন করার পরে তাদের আরও ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত  নেবে।

এক্সপ্রেস জেট যারা শুধু যুক্তরাষ্ট্র এবং ওই মহাদেশেই বিমান চালায়। সোমবার পর্যন্ত ১৪০টির ও বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে তারা।     

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।