ওয়াশিংটন: আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড আতিয়া আব্দ আল-রহমান পাকিস্তানে নিহত হয়েছেন। আতিয়ার মৃত্যু সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য একটি বড় ধাক্কা বলে আতিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওবামা প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
আতিয়া জন্মসূত্রে লিবীয় নাগরিক। ওসামা বিন লাদেন মৃত্যুর পর তাকে হত্যা করতে ব্যাপক অভিযান চালানো হয়েছিল।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিয়ন প্যানেটা বলেন, গত মাসে আল কায়েদার নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্র বড় ধরনের সফলতা পেয়েছে। সন্ত্রাসী গ্রুপগুলোর বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি এসময় মারা গিয়েছে।
তিনি আরও বলেন, লাদেন হত্যার পর আল কায়েদার অন্যসব নেতারা খুব চাপের মধ্যে আছে। আমি বিশ্বাস করি যে, আমরা যদি এরকম চাপ অব্যাহত রাখতে পারি তাহলে আল কায়েদা নেটওয়ার্ককে আমরা ধ্বংস করে দিতে পারবো।
যুক্তরাষ্ট্রের অন্য এক মুখপাত্র জানায়, গত ২২ আগস্ট পাকিস্তানের ওয়াজিরিস্তানে আতিয়া রহমান মারা যায়।
যদিও ওই কর্মকর্তা ঠিক কিভাবে আতিয়া নিহত হয়েছেন তা জানান নি। কিন্তু যেদিন আতিয়া মারা যান, ওই দিন ওয়াজিরিস্তানে ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
৩০ বছর বয়সী আতিয়া রহমান ছিলেন ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠজন। ওসামা বিন লাদেনের হয়ে ইরানের দায়িত্বেও তিনি ছিলেন এক সময়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১