রাওয়ালপিন্ডি: পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের সব সম্পত্তি বাজেয়াপ্ত ও তার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রধান বেনজির ভুট্টো হত্যা মামলায় পলাতক আসামি হিসেবে ঘোষণা দেওয়ার পর শনিবার আদালত এ নির্দেশ দেন।
ওই মামলায় হাজিরা দিতে আদালত কয়েকবার নির্দেশ জারির পরও হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসবিরোধী আদলত-৩ এর বিচারক শহীদ রফিক মোশাররফের সম্পদ জব্দে নির্দেশ দিয়েছেন। শনিবার মামলার শুনানি অনুষ্ঠিত হয় আদিয়ালা কারাগারের ভেতরে।
অপরদিকে আদালত মোশাররফের বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে অপর ৭টি অভিযোগের বাইরে বেনজির হত্যা মামলার কার্যক্রম আলাদাভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবীরা বলেছেন, মোশাররফের গ্রেপ্তারের পরই এই মামলার কার্যক্রম শুরু করবেন আদালত।
পাকিস্তানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এই মামলার দৈনিক শুনানির জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে। কারণ এই মামলার কার্যক্রমে ইতোমধ্যে তিন বছর সময় ব্যয় হয়েছে।
তবে অভিযুক্তরা সই করতে রাজি না হওয়ায় আদালত এখনো অভিযোগপত্র গঠন করেননি। তারা বলেছেন, তাদের আইনজীবী নাসের খান তানবালি ও আবদুল রেহমানের অনুপস্থিতিতে তারা কোনো কাগজ-পত্রে সই করবেন না।
আদালত বাকি ৭টি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আগামী সেপ্টেম্বর ১০।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১