ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়াকে সদস্য পদ ফিরিয়ে দিল আরব লিগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১
লিবিয়াকে সদস্য পদ ফিরিয়ে দিল আরব লিগ

বেনগাজি: আরবি ভাষাভাষি দেশগুলোর আঞ্চলিক জোট আরব লিগের সদস্য পদ ফিরে পেল লিবিয়া। এই আঞ্চলিক সংগঠনটি লিবিয়ার বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তীকালিন পরিষদকে (এনটিসি) দেশটির বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শনিবার সদস্য পদ ফিরিয়ে দিয়েছে।



এনটিসির উপ-প্রধান মাহমুদ জিব্রিল শনিবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের এক বৈঠকে লিবিয়ার প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে তিনি লিবিয়া পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তার করার জন্য আরব বিশ্বের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বিদেশে জব্দ করা গাদ্দাফি সরকারের সম্পদ ছাড় করার জন্য আরব লিগের প্রতি অনুরোধ জানান জিব্রিল।

এদিকে রোববার এক বিবৃতিতে আরব লিগ লিবিয়ার জব্দ করা সম্পত্তি ছাড় করতে জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

ওই বিবৃতিতে আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে লিবিয়ার জনগণের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এছাড়া লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালিন পরিষদের নেতৃত্বে লিবিয়াকে জাতিসংঘ ও এর অন্যান্য সংগঠনের সদস্য পদ দিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে।

গত ফেব্রুয়ারিতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হলে লিবিয়ার সদস্য পদ বাতিল ঘোষণা করে২২ সদস্যের আঞ্চলিক জোট আরব লিগ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।