নিউইয়র্ক: নিউইয়র্কে ঘূর্ণিঝড় আইরিন আঘাত হানার পর ম্যানহাটনের রাস্তায় এখন বন্যা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে বন্যার পাশাপাশি সেখানে শীতল বায়ু বয়ছে এবং মুষুলধারে বৃষ্টি হচ্ছে।
যদিও আইরিন দুর্বল হয়ে গ্রীষ্মকালীন ঝড়ে রূপ নিয়েছে তবুও কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে এর ক্ষতিকর প্রভাব কমেনি, তাই সকলকে সতর্ক থাকতে হবে।
আইরিন উত্তরাঞ্চলের কয়েকটি বড় শহরে আঘাত হানায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন এবং প্রায় ৩০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ম্যানহাটন শহরের হাডসন নদী প্লাবিত হয়ে রাস্তায় পানি উঠেছে এমনকি নদীর তীরবর্তী কয়েকটি বাড়িও নদীর পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া নিউইয়র্ক শহরের ইস্ট নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
নিউইয়র্ক এবং নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষ বন্যার কারণে হল্যান্ড টানেলের উত্তর মুখ বন্ধ করে দিয়েছে। নিউইয়র্ক শহর ছাড়াও ফিলাডেলফিয়া শহরের পানি বৃদ্ধি পেয়েছে। মেয়র মাইকেল নাটার বলেছেন, ফিলাডেলফিয়ার রাস্তায় গৃহস্থলী জিনিসপত্র, আসবাবপত্র এবং সকল প্রকার জিনিসপত্র ভাসছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১