ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে মাওবাদীরা আবারও ক্ষমতায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১
নেপালে মাওবাদীরা আবারও ক্ষমতায়

কাঠমুন্ডু: নেপালে ২০০৮ সালে মাওবাদী সরকার প্রচন্ডের অপসারণের পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে মাওবাদীরা।

রোববার মাওবাদী নেতা বাবুরাম ভট্টরায় নেপালের চতুর্থ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

তিনি নেপালের পশ্চিমাঞ্চলের গোর্খা প্রদেশের অধিবাসী। গোর্খা প্রদেশ এক সময় নেপালের রাজার সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

উল্লেখ্য, বাবুরাম ভট্টরায় ২০০৮ সালে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড সরকারে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন।

ভট্টরায় ভারতের চণ্ডিগড় কলেজ থেকে স্থাপত্যশিল্পে স্নাতক ডিগ্রী নেন। এরপর তিনি দিল্লীর পরিকল্পনা এবং স্থাপত্যশিল্প স্কুল থেকে মাস্টারস ডিগ্রী নেন। এই স্কুলেই তার স্ত্রী হিসিলা ইয়ামি এবং ভারতের বিশিষ্ট লেখক এবং মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের সঙ্গে পরিচয় হয়।

১৯৮৬ সালে নয়া দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন। এই বিশ্ববিদ্যালয়েই তিনি প্রথম সাম্যবাদের দীক্ষা গ্রহণ করেন।

নির্বাচিত হয়েই ভট্টরাই বলেন, নেপালের শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের সকলের জন্য একটি নতুন সংবিধান করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ।

মাওবাদী নেতা ভট্টরাই নেপালি কংগ্রেস পার্লামেন্টারি পার্টি নেতা রাম চন্দ্র পৌদেলের বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

নির্বাচনে মাওবাদীদের পক্ষে ৩৪০টি ভোট পরে এবং বিপক্ষে ২৩৫টি ভোট পরে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।