ইসলামাবাদ: আল-কায়েদার দ্বিতীয় প্রধান নেতা (সেকেন্ড-ইন-কমান্ড) আতিয়াহ আবদ আল-রহমান পাকিস্তানে নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।
মে মাসে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তিনি আল-কায়েদার দ্বিতীয় প্রধান নেতা হয়ে ওঠেন।
আল-রহমানের মৃত্যু আল-কায়েদার জন্য বড় একটি ধাক্কা। যুক্তরাষ্ট্র মনে করে এরকম আর কয়েকটি মৃত্যুই আল-কায়েদার মেরুদ- ভেঙে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানান, আল-রহমান ২২ আগস্ট মারা গেছেন পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ওয়াজিরিস্তানে। ওইদিন যুক্তরাষ্ট্র ওয়াজিরিস্তানে একটি ড্রোন হামলা চালিয়েছিল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিয়ন পানেটা বলেন, ‘আল-কায়েদাকে চাপে রাখার এখনই সময়। কারণ আমি বিশ্বাস করি, এমন চাপ অব্যাহত থাকলে আল-কায়েদা হুমকির মুখে পড়বে। ’
আল-রহমানের জন্ম লিবিয়ায়। আফগানিস্তানে সেভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে তিনি কৈশরেই বিন লাদেনের দলে যোগ দেন।
লাদেনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র টের পায় আল রহমান আল কায়েদার অপারেশনাল চিফ।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১