নিউইয়র্ক: ঘুর্ণিঝড় আইরিনের আঘাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৮তে দাড়িয়েছে। পেনসিলভানিয়া রাজ্যের চারটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নর্থ ক্যারোলিনায় এবং পেনসিলভানিয়ায়। দুই জায়গাতেই চারজন করে মানুষ মারা যায়। শনিবার সকালে নর্থ ক্যারোলিনায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এছাড়াও ভার্জিনিয়ায় মারা গেছে চার জন। নিউ জার্সিতে একজন এবং কেন্টাকি, ফ্লোরিডা ও ম্যারিল্যান্ডে একজন করে মানুষ মারা গেছে।
দেশটির জরুরী মন্ত্রণালয় মুখপাত্র প্যাটি ম্যাক কুলিয়ান জানান, ‘ভার্জিনিয়ার একটি অ্যাপার্টমেন্টের পাশে পড়ে যাওয়া গাছের চাপায় একজন বাচ্চা মারা যায়। প্রচন্ড ঝড়ের দাপটে ভার্জিনিয়ার বেশিরভাগ এলাকার অবস্থাই বিপন্ন। বেশিরভাগ এলাকাতেই পানি জমে গেছে। ’
তিনি আরও জানান, এদিকে নর্থ ক্যারোলিনায় ১৫ বছর বয়সী এক মেয়ে ঝড়ো বাতাসের বেগে গাড়ি উল্টে মারা যায়। মেয়েটি সেসময় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিল। ’
নর্থ ক্যারেলিনার জরুরী মন্ত্রণালয় মুখপাত্র ব্র্যাড ডেন বলেন, এখানে হারিকেনের প্রাথমিক ধাক্কাতেই বেশ কয়েকজন মারা গেছে। এর মধ্যে গাছের আঘাতে একজন এবং ঝড়ের ভয়াবহতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন মারা গেছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১