টোকিও: জাপানের ক্ষমতাসীন ডেমোক্রাটিক পার্টি অব জাপানের (ডিপিজে) দলীয় প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে আছেন ৫৪ বছর বয়সী অর্থমন্ত্রী ইয়োশিকো নোদা। নোদার মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে নোদা নির্বাচিত হলে তিনি হবেন পাঁচ বছরের মধ্যে দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রী। কোন প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রথম রাউন্ডে নোদা তার প্রতিদ¦ন্দ্বী বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদার চেয়ে এগিয়ে আছেন।
প্রথম রাউন্ডে কাইয়েদা পেয়েছেন ১৭৭ ভোট এবং তার বিপরীতে নোদা পেয়েছেন ২১৫ ভোট। বর্তমান প্রধানমন্ত্রী নাওতো কান গত শুক্রবার পার্টি প্রধানের পদ এবং প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে গত মার্চে জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী সুনামি মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।
সংবাদদাতারা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে নোদাকেও অনেক সংকট মোকাবেলা করতে হবে। উল্লেখ্য, নোদাকে জাপানের সংকটময় অর্থনীতিকে চাঙ্গা কারা দায়িত্বও নিতে হবে।
নোদা বর্তামানে জাপানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রদানমন্ত্রী পদের দৌড়ে তিনি ছিলেন তৃতীয় ব্যাক্তি। কিন্তু দেশটির অর্থনৈতিক সংকটময় মুহƒর্তের কারণে অর্থমন্ত্রীই এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১