ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লকারবি বোমাহামলাকারী কোমায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
লকারবি বোমাহামলাকারী কোমায়

ত্রিপোলি: লকারবি বোমাহামলায় অভিযুক্ত আবদেল বাসেত আল-মেঘরাহি এখন কোমায়। উত্তর ত্রিপোলির একটি বাড়িতে থেকে অচেতন আবদেল বাসেতকে শুধুমাত্র অক্সিজেন দেওয়া অবস্থায় পাওয়া গেছে।



লিবিয়ার অর্ন্তবর্তী পরিষদের বিদ্রোহীরা আবদেল বাসেতকে আবিষ্কার করে। এদিকে যুক্তরাজ্য আবদেলকে তাদের হাতে হস্তান্তর করার জন্য এনটিসির কাছে দাবি জানিয়েছে।

কিন্তু আবদের বাসেতকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তর প্রশ্নে লিবিয়ার আইনমন্ত্রী মোহাম্মদ আল-আলাগি (এনটিসি) বলেন, আমরা কোনো লিবীয়কে পশ্চিমাদের হাতে তুলে দেবোনা। আবদেলকে ইতোমধ্যেই একবার বিচারের মুখোমুখি দ্বার করানো হয়েছে, তাকে আবার কোনো বিচারের মুখোমুখি করা হবে না। আমরা লিবীয় নাগরিকদের বাহিরে হস্তান্তর করিনা।

আবদেল বাসেত আল-মেঘরাহিকে গত মাসে গাদ্দাফির পক্ষে ত্রিপোলির রাস্তায় ব্যালি করতে দেখা গিয়েছিল। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরায় তার চেহারা ধরা পড়ে সেসময়।

এদিকে আবদেল বাসেতের আত্মীয়রা বলছে, লুটেরারা বাসেতের সব ঔষধ নষ্ট করে দিয়েছে। এখন শুধুমাত্র অক্সিজেন তার ভরসা। তার ছেলে খালেদ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, এখানে কোনো ডাক্তার নেই। এমনকি কোনো ফোন লাইনও নেই যে আমরা কাউকে ডাকবো।

১৯৮৮ সালে প্যান অ্যাম ফ্লাইট-১০৩ এ বোমা হামলার জন্য তাকে দায়ী করা হয়। ওই বোমা হামলায় মারা যায় ২৭০ জন মানুষ। মৃতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। বিমানটি স্কটল্যান্ডের লকারবি শহরে বিধ্বস্ত হয়েছিল।

আবদেলকে ২০০৯ সালের ২০ আগষ্ট মুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু স্কটল্যান্ড সরকার বলছে তারা আবদেল বাসেত মেঘরাহির বিষয়ে লিবিয়ার বৈধ সরকার এনটিসির সঙ্গে কথা বলবে।
 
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এনটিসি চেয়ারম্যানের কার্যক্রমকে স্বাগত জানান। মুস্তফা আবদেল জলিল অনেক বেশি সহযোগী মনোভাবাপন্ন এবং নমনীয় বলেও মন্তব্য করেন হেগ। কিন্তু আইনমন্ত্রীর বক্তব্য আবদেল বাসেত প্রশ্নে বিতর্কের সৃষ্টি করবে বলে অনেকেই ভাবছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।