ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের মসজিদে বোমা হামলায় এমপিসহ নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
ইরাকের মসজিদে বোমা হামলায় এমপিসহ নিহত ২৯

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে একটি মসজিদে আত্মঘাতী বোমাহামলা হয়েছে। বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত এবং ৩৯জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ।



রোববার রাতে বাগদাদের পশ্চিমের এলাকা আল- জামিয়ার এক মসজিদে নামাজের সময় এ ঘটনা ঘটে। বোমা হামলায় নিহতদের মধ্যে শিশু এবং বৃদ্ধরাও রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

বাগদাদ পুলিশ কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে খালিদ আল ফাহাদি নামের একজন এমপিও আছে।

মসজিদের ইমাম আহম্মেদ আবদুল গাফফার আল-সামারাই বলেন, মসজিদের ইমাম বক্তৃতা দেওয়ার সময় আত্মঘাতী বোমা হামলকারী ভিড়ের মধ্য দিয়ে হেটে আসে। এরপর হঠ্যাৎ করেই বোমা ফাটিয়ে দেয়। এসময় তার শরীরের ব্যান্ডেজ করা ছিল।

সামারাই কট্টরপন্থীতার জন্য ইতোমধ্যেই পরিচিত। বেশ কয়েকবার তার ওপর হামলাও হয়েছিল এর আগে।

যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলায় দায় দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু সামারাই এই বোমা হামলার জন্য আল কায়েদাকে দায়ী করেন।

সামারাই স্থানীয় এক টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমি নিশ্চিত যে এই হামলার পেছনে আর কায়েদা জড়িত। আমরা ওই সন্ত্রাসী এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। তারা দেশটিকে জাতিগত দাঙ্গার দিকে নিয়ে  যেতে চায়।

ইরাকের সেনাবহিনী মুখপাত্র মেজর জেনারেল কাশিস আল মৌশায়ি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, আত্মঘাতী বোমাহামলাকারীকে সাহায্য করার জন্য মসজিদের ভেতরের কেউ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।