ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফি এখনও হুমকি স্বরূপ: এনটিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
গাদ্দাফি এখনও হুমকি স্বরূপ: এনটিসি

ত্রিপোলি: কর্নেল মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া এবং বিশ্বের জন্য এখনও হুমকি স্বরূপ। ন্যাটো এবং পশ্চিমা শক্তিদের এই ‘দানব’ ধ্বংসে অব্যাহতভাবে সহায়তা করতে হবে বলে বক্তব্য দিয়েছেন লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তী পরিষদের প্রধান মুস্তফা আবদুল জলিল।



গতকাল বিদ্রোহীরা লিবিয়ার ছোট্ট শহর নোফিলিয়া দখল করে নিয়েছে। নোফিলিয়া গাদ্দাফির জন্ম শহর সিরতের পার্শ্ববর্তী শহর। আর এই শহর দখলের ভেতর দিয়ে বিদ্রোহীরা আরও একধাপ এগিয়ে গেল সিরত জয়ে।

লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি কোথায় আছেন তা এখনও অজানা। গত সপ্তাহে বিদ্রোহীরা গাদ্দাফির আল আজিজিয়া কম্পাউন্ড দখল করে নেয়।

কাতারের রাজধানী দোহায় প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এনটিসির প্রধান মুস্তফা আবদুল জলিল বলেন, ‘যদিও আমরা গাদ্দাফির অনুগত বাহিনীকে কোনঠাসা করে ফেলেছি তবুও যেকোনো সময় তারা ভয়ংকর হয়ে উঠতে পারে। গাদ্দাফি এবং তার বাহিনী শুধুমাত্র লিবিয়ার জন্য নয় বরংচ পুরো বিশ্বের জন্যই হুমকি স্বরূপ। ’

লিবিয়ার অবস্থা এখনও অশান্ত। অবস্থা উন্নয়নের জন্য লিবিয়াতে আন্তর্জাতিক বাহিনীর আরও কিছুদিন থাকার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন মুস্তফা আবদুল জলিল।

এদিকে রক্তপাত এড়ানোর জন্য সিরতের আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনা চালানোর প্রয়াস চলছে বলেও জানায় বিদ্রোহীরা। কিন্তু আলোচনা ফলপ্রসু হচ্ছেনা। তবে বিদ্রোহীরা এও বলছে যে, আদিবাসী নেতারা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত। কিন্তু গাদ্দাফি বাহিনীর কয়েক হাজার সদস্য তাদের আত্মসমর্পণে বাধা দিচ্ছে।

ন্যাটো অব্যাহতভাবেই বিমান হামলা চালিয়ে যাচ্ছে লিবিয়ার বিভিন্ন প্রান্তে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।