বুলামবুলি: উগান্ডার উত্তরাঞ্চল বুলামবুলিতে অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে ২৪ জন নিহত। দেশটির রেড ক্রস কর্মীরা এ তথ্য জানিয়েছে।
তবে গ্রামবাসীদের বক্তব্য যে, মাটি চাপা পড়া মোট ৩৫ জনই মারা গিয়ে থাকতে পারে। এখন পর্যন্ত মোট ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতবছরও একই ধরনের ঘটনা ঘটেছে উগান্ডাতে। একই রকম এক ঘটনায় মাউন্ট এলগনের কাছে প্রায় একশত মানুষ মারা যায় তখন।
রেড ক্রস মুখপাত্র ক্যাথরিন নাটাবাদে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, বুলামবুলি রাজধানী কাম্পালা থেকে ২৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ঘটনাস্থল থেকে মোট দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১