ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উগান্ডায় ভূমিধসে ২৪ গ্রামবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
উগান্ডায় ভূমিধসে ২৪ গ্রামবাসী নিহত

বুলামবুলি: উগান্ডার উত্তরাঞ্চল বুলামবুলিতে অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে ২৪ জন নিহত। দেশটির রেড ক্রস কর্মীরা এ তথ্য জানিয়েছে।



তবে গ্রামবাসীদের বক্তব্য যে, মাটি চাপা পড়া মোট ৩৫ জনই মারা গিয়ে থাকতে পারে। এখন পর্যন্ত মোট ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতবছরও একই ধরনের ঘটনা ঘটেছে উগান্ডাতে। একই রকম এক ঘটনায় মাউন্ট এলগনের কাছে প্রায় একশত মানুষ মারা যায় তখন।

রেড ক্রস মুখপাত্র ক্যাথরিন নাটাবাদে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, বুলামবুলি রাজধানী কাম্পালা থেকে ২৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ঘটনাস্থল থেকে মোট দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।