ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

উ. কোরিয়ার মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
উ. কোরিয়ার মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান চীনের উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ (ফাইল ফটো)

উত্তর কোরিয়ার মিসাইল ও পারমাণবিক প্রযুক্তি পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

বুধবার (৮ মার্চ) বিবিসি এ খবর জানায়। গত সোমবার উত্তর কোরিয়ার চারটি মিসাইল উৎক্ষেপণের পর চীন উত্তর কোরিয়াকে এ আহ্বান জানালো।

জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক মিসাইল ও পারমাণবিক প্রযুক্তি পরীক্ষা চালিয়ে আসছে। মাঝখানে মার্কিন নির্বাচন উপলক্ষে এসব পরীক্ষা চালানো সাময়িকভাবে বন্ধ রাখার এখন তা পুরদমে শুরু করেছে উ. কোরিয়া।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার কারণে উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়ে এসব পরীক্ষা চালায়।

এজন্য উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।