ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার ভাগ্য নির্ধারণে জড়ো হচ্ছেন পশ্চিমা নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১১
লিবিয়ার ভাগ্য নির্ধারণে জড়ো হচ্ছেন পশ্চিমা নেতারা

প্যারিস: ফ্রান্স প্রেসিডেন্ট নিকোলা সারাকোজি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লিবিয়া নিয়ে প্যারিসে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও সম্মেলনে উপস্থিত থাকবেন।



জাতিসংঘ মহাসচিব বান কি মুন ছাড়াও ‘ফ্রেন্ডস অব লিবিয়া’ শীর্ষক ব্যানারে প্রায় ৬০টি দেশের প্রতিনিধিরা প্যারিসের এই সম্মেলনে যোগ দেবে।

উল্লেখ্য, রাশিয়া এবং চীন এরই মধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জাতীয় অন্তবর্তী পরিষদকে (এনটিসি) লিবিয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এই সম্মেলনে এনটিসি নিরাপত্তা, পুনঃনির্মাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহায়তা চাইবে। কিন্তু বিদ্রোহীরা লিবিয়াকে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি। পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ গাদ্দাফি মরার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

একজন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী বেনগাজি থেকে জানান, প্যারিস সম্মেলন সংক্ষিপ্ত এবং প্রতীকী। এটা এনটিসিকে এমন একটা সুযোগ এনে দিবে যে কারা কারা এনটিসির প্রতি তাদের সমর্থন জানিয়েছে তা বোঝা যাবে। অন্য অর্থে এর মাধ্যমে এটা দেখানো যে, বিশ্ব আসরে এনটিসির স্বীকৃতি মিলেছে।  

তিনি আরো বলেন, এই বৈঠকে অন্তবর্তী সময় পেরিয়ে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, পুন:গঠন এবং পুলিশকে প্রশিক্ষণ দেয়ার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্যারিসের  এই শীর্ষ সম্মেলন এমন এক সময়ে অনৃুষ্ঠিত হচ্ছে যখন ৪২ বছর আগে বাদশা ইদ্রিসকে হটিয়ে ক্ষমতা দখল করেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা,সেপ্টেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।