ওয়াশিংটন: মার্কিন জেনারেল ডেভিড পেট্টাউস (৫৮) বুধবার সেনাবহিনী পদত্যাগ করেছেন। পেট্টাউসের এই পদত্যাগের ফলে এক স্বর্ণযুগের অবসান হতে যাচ্ছে।
আগামী মঙ্গলবার তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।
পেট্ট্রাউস তার সময়ে আমেরিকার ইতিহাসের প্রভাবশালী জেনারেলদের একজন। মার্কিন সেনাবাহিনীতে তিনি ৩৭ বছর ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
১৭ বার তোপধ্বনি গ্রহণের মধ্য দিয়ে তিনি পদত্যাগ করেন। আমেরিকা তার বাজেটে ব্যয়কাটছাট করলেও ভিয়েতনাম যুদ্ধের পর তা সেনা বাজেটের উপর কোন প্রভাব পড়েনি।
প্রেটাউস এমন এক সময়ে পদত্যাগ করলেন যখন আমেরিকা নিউইয়র্কের ওয়ার্লড ট্রেড সেন্টারের ভয়াবহ আক্রমণের দিন স্মরণ করার আর মাত্র ১১ দিন বাকি। জেনারেল পেট্টাউস সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করা উচিৎ এটা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হলেও ।
তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই তার উদ্দেশ্য ছিল তিনি যখন ইরাকে এবং আফগানিস্তানের দায়িত্বে ছিলেন। বারাক ওবামার কথা উল্লেখ করে তিনি বলেন, হোয়াইট হাউজের নির্দেশ মোতাবেক আফগানিস্তানে সেনারা সংকীর্ণ দৃষ্টিকোন থেকে শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেনি। তারা রাস্তাঘাট, স্কুল এবং সুশাসন প্রতিষ্ঠা করতে সহায়তা করে যাচ্ছে।
পেট্টাউস বলেন, মতবাদ হিসেবেই আমেরিকাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া উচিৎ।
উজ্জ্বল রৌদ্রময় দিনে আরলিংটনের জাতীয় কবরস্থানের কাছে ফোর্ট মেয়ারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে ৯/১১ এর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ৯/১১ থেকে কঠিন পুন:শিক্ষা পেয়েছি। আমাদেরকে যে শুধু যুদ্ধ করলেই চলবেনা। আমরা যার জন্য সব সময় প্রস্তুত থাকি অথবা আগ্রহী।
তিনি বলেন, ‘বাস্তব কথাই ধরুণ ইরাক, আফগানিস্তানের এক দশকের সহিংসতার প্রেক্ষিতে এবং অন্যত্র যে সক্ষমতা আমরা অর্জন করেছি তার পুরোটাই আমাদেরকে প্রয়োগ করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১