ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা গাদ্দাফির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১
সিরতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা গাদ্দাফির

লিবিয়া: লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিজের অনুসারীদের প্রতি যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে লিবিয়াকে জ্বালিয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি।



বুধবার এক অডিও বার্তায় গাদ্দাফি এ ঘোষণা দিয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তার ছেলে সাঈফ আল-ইসলাম। সাঈফ আল ইসলামকে মুয়াম্মার গাদ্দাফির যোগ্য  উত্তরসূরী হিসেবে ধরা হয়।  

সিরিয়ার আল-রাই রেডিও স্টেশন এ অডিও বার্তাটি প্রচার করেছে। তবে এ বার্তাটি কোথায় থেকে পাঠানো হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

গাদ্দাফি তার বার্তায় অনুসারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা নারী নই, আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব। ’

এদিকে গাদ্দাফির অনুসারী বাহিনী সিরিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব পাশে উপকূলবর্তী এলাকা সিরতে অবস্থান করছে।

মাত্র একদিন আগেই গাদ্দাফির ছেলে সাঈফ সিরতে ২০০০০ সেনা মজুদ আছে বলে ঘোষণা দিয়েছিল। যেকোনো রক্তক্ষয়ী সংঘর্ষ মোকাবেলায় গাদ্দাফি অনুগত সেনারা প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।