ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১
ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো তুরস্ক

আঙ্কারা: তুরস্ক সেদেশ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূত বহিস্কার করেছে। গত বছর গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘের করা এক রিপোর্টের প্রেক্ষিতে এ বহিষ্কার করা হয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।



ইসরায়েলের সকল সামরিক তৎপরতার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অঙ্কারা কর্তৃপক্ষ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগ্লু বলেন, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত কিছু রিপোর্টের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেগুলো আসলে অগ্রহণযোগ্য।

ইসরায়েল যেন গাজাতে রেইডের বিষয়ে ক্ষমা চায় তা চেয়েছিল তুরস্ক কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে।

২০১০ সালের মে মাসে তুরস্কের নয়জন প্যালেস্টাইনপন্থী কর্মীকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে।

গত বছরের এই দুর্ঘটনার পরেই ইসরায়েল এবং তুরস্কের সম্পের্কে অবনতি ঘটে। কিন্তু বর্তমানে সেই সম্পর্কের চূড়ান্ত অবনতি হলো।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত জাতিসংঘের ওই বক্তব্যে বলা হয়,  ইসরায়েলি সেনাবহিনী তুরস্কের ত্রাণবাহী তরীতে হামলা চালায়। গাজা অবরোধেই এ হামলা চালিয়েছিল বলেও রিপোর্টে বলা হয়। কিন্তু রিপোর্টটির শেষে বলা হয় যে, গাজায় নৌ নিষেধাজ্ঞা বৈধ।
 
এই রিপোর্টে প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পরেই তুরস্ক ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।