ওয়াশিংটন: ৯/১১’র দশম বার্ষিকীকে সামনে রেখে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার নাগরিকদের উপর ভ্রমণ সতকর্তা জারি করেছে।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এই সতকর্তা জারি করে জানায়, কোন ধরণের হুমকি চিহ্নিত করা না গেলেও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো অতীতের এই বিশেষ দিনটিকে স্মরণ করে হামলা চালাতে পারে।
পররাষ্ট্রমন্ত্রণালয় প্রবাসী আমেরিকানদের পূর্ব সর্তকতা নেওয়ার অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের নাম নথিভূক্ত করে সর্বশেষ নিরাপত্তা তথ্য নেওয়ার জন্য বলা হয়।
যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জ্যানেট ন্যাপোলিতানো শুক্রবার জানান, সম্ভাব্য আক্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতার মধ্যে রয়েছে।
জ্যানেট ন্যাপোলিতানো এক বিবৃতিতে জানান, ২০০১’র ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার দশম বষপূর্তি সামনে হওয়ায় মার্কিন নাগরিকদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার পাবে।
২০০১’র ১১ সেপ্টেম্বরের ওয়ার্ল্ড সেন্টারে আল কায়েদার ওই হামলায় প্রায় ৩০০০ লোক প্রাণ হারায়। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। যুক্তরাষ্ট্র এখনও এই হামলার ভয়াবহ ক্ষত বয়ে বেড়াচ্ছে।
আল কায়েদা জঙ্গিরা চারটি বিমান ছিনতাই করে নিউইয়র্কের টুইন টাওয়ারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আরর্লিংটনের পেন্টাগণ ভবনে হামলা চালায়।
তার মধ্যে যাত্রীরা একটি বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ওই বিমানটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সানস্কভিলে বিধ্বস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১১