ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে আইএমএফ অফিসে বিস্ফোরণ, কর্মী আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
প্যারিসে আইএমএফ অফিসে বিস্ফোরণ, কর্মী আহত আইএমএফ অফিসের ফাইল ফটো

ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল মনিট‍ারি ফান্ড (আইএমএফ) অফিসে বিস্ফোরণে এক কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিবিসি এ খবর জানায়। বিস্ফোরণের ঘটনায় ওই কর্মীর হাতে ও মুখে আঘাত পান।

এটিকে আইএমএফ কর্মীর ওপর কাপুরুষচিত সহিংসতার কাণ্ড বলে অভিহিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ক্রিস্টিন লাগারেড।

কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে বোমা বিস্ফোরণের ঘটনা বলা হলেও তা নিশ্চিত নয়।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭/ আপডেট: ২০৫৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।