বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিবিসি এ খবর জানায়। বিস্ফোরণের ঘটনায় ওই কর্মীর হাতে ও মুখে আঘাত পান।
এটিকে আইএমএফ কর্মীর ওপর কাপুরুষচিত সহিংসতার কাণ্ড বলে অভিহিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ক্রিস্টিন লাগারেড।
কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে বোমা বিস্ফোরণের ঘটনা বলা হলেও তা নিশ্চিত নয়।
এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭/ আপডেট: ২০৫৫ ঘণ্টা
টিআই