সান্তিয়াগো: চিলি এয়ার লাইন্সের একটি বিমান প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হয়ে ২১ যাত্রীর সবাই মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানটি চিলি থেকে দুর্গম দ্বীপ জুয়ান ফার্নান্দেজে যাচ্ছিল।
দ্বীপের মেয়র জানান, আবহাওয়া খারাপ ছিলো এবং বাতাস বইছিলো। যাত্রীদের লাগেজ পানিতে ভেসে থাকতে দেখা গেছে।
দেশটির জনপ্রিয় একজন টেলিভিশন উপস্থাপক ফিলিপ ক্যামিরোয়াগাসহ টেলিভিশন চ্যানেলের আরো কয়েকজন ওই বিমানে ছিলেন।
বিমান বাহিনী এর আগে জানায়, দ্বীপের কাছাকাছি যাওয়ার পর বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নৌ এবং বিমানবাহিনী বিমানটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়র লিওপোলদো গঞ্জালেজ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বিমানটির উদ্ধার কাজে হেলিকপ্টারসহ একটি নৌ ফ্রিগেট পাঠানো হয়েছে। অুনসন্ধানকাজে একটি হারকিউলিস-১৩০ বিমানও এর সঙ্গে যোগ দেবে।
দেশটির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা নিখোঁজ ২১ যাত্রীর ভাগ্যে কি ঘটেছে তার জন্য শঙ্কা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা,সেপ্টেম্বর০৩, ২০১১