ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির সঙ্গে সিআইএ-এমআইসিক্স কানেকশন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
গাদ্দাফির সঙ্গে সিআইএ-এমআইসিক্স কানেকশন!

ত্রিপোলি: গাদ্দাফির সঙ্গে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইএ-এমআইসিক্সের নিয়মিত যোগাযোগের নথিপত্র পাওয়া গেছে দাবি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের।

লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী মুসা ইব্রাহিমের দপ্তর থেকে এসকল দলিল উদ্ধার করা হয়েছে।



যুক্তরাষ্ট্রভিত্তিক ওই মানবাধিকার সংস্থার দাবি যে, সিআইএ এবং এমআইসিক্স গাদ্দাফির শাসন কন্টকমুক্ত রাখতে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছিল।
 
প্রমাণ হিসেবে সংস্থাটি জানায়, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে মুসা ইব্রাহিমের বার্তা আদান-প্রদানের কয়েক’শ চিঠি পাওয়া গেছে।

যে কেউ গাদ্দাফির বিরুদ্ধে যেতে পারে বা হুমকি হতে পারে তাদের সম্পর্কে মুসাকে নিয়মিত তথ্য দিতো গোয়েন্দা সংস্থা দুটি। এমনকি কাউকে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য বাহির থেকে গাদ্দাফি বাহিনীর কাছে পাঠানোও হতো বলে দাবি মানবাধিকার সংস্থাটির।

নথি সূত্রে, বিদ্রোহীদের জাতীয় অর্ন্তবর্তীকালীন পরিষদের কমান্ডার আবদেল হাকিম বেলহাজকেও গাদ্দাফির অনুগতদের কাছে হস্তান্তর করেছিল সিআইএ।

মানবাধিকার সংস্থাটির কর্মকর্তা পিটার বুকায়ের্ত জানান, ২০০৪ সালে মুসা ইব্রাহিমকে পাঠানো একটি ফ্যাক্স বার্তা পেয়েছি আমরা। সেই বার্তায় সিআইএ কর্মকর্তারা বেলহাজকে আটক করে ফেরত পাঠানোর কথা জানায়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।