ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আক্রমণের ভয়ে পালিয়েছেন গাদ্দাফির ছেলে এবং অনুগতরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
আক্রমণের ভয়ে পালিয়েছেন গাদ্দাফির ছেলে এবং অনুগতরা!

ত্রিপোলি: লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে এবং তার কতিপয় অনুগতরা শনিবার বানি ওয়ালিদে পালিয়ে গেছেন বলেন খবর পাওয়া গেছে।

স্থানীয় অধিবাসীরা জয়ের প্রতীক হিসেবে বিদ্রোহীদের পতাকা ওড়ালে তারা শনিবার পালিয়ে যায়।



গাদ্দাফির ছেলে মুতাচ্ছিম, সাইফ আল-ইসলাম এবং সাদি সামরিক ঘাঁটিতেই আছেন বলে ধারণা হরা হচ্ছে। বানি ওয়ালিদ নিয়ন্ত্রণকারী ওয়ারফালা আদিবাসীরা তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।  

বিদ্রোহী কর্মকর্তাদের উদ্ধতি দিয়ে  ‘দ্য গার্ডিয়ান’ তাহোউনা এবং ত্রিপোলি থেকে জানিয়েছেন,  তারা আদিবাসী নেতাদের শিগগিরই গাদ্দাফিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। আদিবাসীরা এই দাবি প্রত্যাহার করলে ওই শহরে হামলা চালানোর হুমকি দিয়েছে বিদ্রোহীরা।

বিদ্রোহী নেতারা পাশ্ববর্তী শহর তাহোউনা থেকে জানান, হামলার ভয়ে গাদ্দাফি অনুগতরা সামরিক ঘাঁটি ছেড়ে পালাচ্ছেন।   গার্ডিয়ানের ওই খবরে বলা হয়, খামিস ব্রিগেডের বাকি অংশের নিয়ন্ত্রণ গাদ্দাফির ছেলে খামিসের হাতেই ছিল।

খামিস নয়দিন আগে বিদ্রোহীদের হামলায় নিহত হয়। ত্রিপোলির বিদ্রোহী সামরিক কমান্ডার আবদুল হাকিম বেলফাজ জানান, আজ দুপুরে আরো অনেক অগ্রগতি হবে। গাদ্দাফি সেনারা তাদের তল্লাশি ছেড়ে পালাচ্ছে। রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী জনতার হাতে। তারা বানি ওয়ালিদের অনেক সুউচ্চ ভবনে পতাকা উড়িয়েছে।    

এর আগে গাদ্দাফির স্ত্রী এবং তিন ছেলেমেয়ে পাশ্ববর্তী দেশ আলজেরিয়াতে আশ্রয় নেয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।