প্যারিস: যৌন হয়রানির মামলা থেকে খালাসপ্রাপ্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ত্রস কান ফ্রান্সে ফিরে গেছেন। হোটেল পরিচালিকা নাফিসাতোউ দিয়াল্লো কানের বিরুদ্ধে তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনেন।
স্ত্রস কান যুক্তরাষ্ট্র থেকে তার স্বদেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিরে গেছেন। কান এবং তার স্ত্রী আন্নে সিনক্লেয়ার স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে এয়ার ফ্রান্সের একটি বিমানে চার্লস দ্য গলে বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছে কান এবং তার স্ত্রী হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
কিন্তু তারা বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি। তারা অতিদ্রুত তাদের জন্য অপেক্ষমান একটি গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।
মে মাসে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর কান এবং তার স্ত্রী নিউইয়র্কে ছিলেন। কানের বিরুদ্ধে আনীত ওই যৌন হয়রানির মামলা আগস্ট মাসে শেষ হয়।
৬২ বছর বয়সী কানকে ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ভাবা হতো। তিনি অবশ্য তার বিরুদ্ধে আনীত যৌন হয়রানির ওই অভিযোগ অস্বীকার করেছেন।
গ্রেপ্তারের পর কান আইএমএফ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। কান গতমাসে তার পাসপোর্ট ফিরে পান।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১