আঙ্কারা: গাজা অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) যাবে তুরস্ক।
গত বছর অবরুদ্ধ গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলী সেনাদের হামলায় তুরস্কের ৯ জন নাগরিক নিহত হন।
সর্বশেষ ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক। এতে করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এই মুসলিম দেশটি।
এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেছেন, গত বছর গাজার ওই ঘটনায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন গ্রহণ করতে পারছে না তুরস্ক। ওই প্রতিবেদনে বলা হয়েছে গাজা অবরোধ ইসরায়েলের বৈধ নিরাপত্তা ব্যবস্থার অংশ।
পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আসল দেশ থেকে ইসরায়েলী রাষ্ট্রদূতকে বহিষ্কারের একদিন পরেই। এছাড়া তুরস্ক ইসরায়েলের সঙ্গে এতোদিনকার সামরিক সহযোগিতাও স্থগিত করেছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১