বুধবার (২২ মার্চ) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ ব্যর্থতার খবর জানায়।
দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় শহর ওনসান থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছিলো বলে খবরে বলা হয়।
উত্তর কোরিয়া প্রায়ই মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। কিছুদিন আগে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।
জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা সত্ত্বেও উ. কোরিয়া তাদের ইচ্ছে মতো মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।
চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া চারটি মিসাইল উৎক্ষেপণ করে। যা ১ হাজার কিলোমিটার দূরে গিয়ে জাপানের জলসীমায় গিয়ে পতিত হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
টিআই