অন্তত ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে ম্যানোলাডায় ২০১৩ সালের এপ্রিলে স্ট্রবেরি ক্ষেতের শ্রমিকরা আন্দোলন করেন। এতে গুলি চালায় মালিক পক্ষ।
ফ্রান্সের স্ট্রাসবুর্গে অবস্থিত ‘দ্য কাউন্সিল অব ইউরোপ’র- কোর্ট অব হিউম্যান রাইটস’ এই রায়ে বলেছেন, গ্রিস সরকার ভুক্তভোগীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে৷ ৪২ জন শ্রমিককে ১২-১৬ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে।
ওই ঘটনার পরপরই দেশটির আদালতে মামলা করা হয়েছিল। তখন রায়ে দুই ব্যক্তিকে শাস্তি দিলেও তারা তখন জামিনে মুক্ত হন এবং সেই রায়ের বিরুদ্ধে আপিলও করেন। সেসময় কোনো অপরাধ খুঁজে পাননি আদালত৷ তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আইএ