ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারাগুয়ের সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
প্যারাগুয়ের সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ১ সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, ছবি: সংগৃহীত

প্যারাগুয়েতে প্রেসিডেন্ট পুনর্বনির্বাচন বিষয়ে একটি বিলের প্রতিবাদে দেশটির সংসদ ভবনে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিক্ষোভকারীদের একাংশ, ছবি: সংগৃহীতওই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট হোরাসিও কারটেসকে আরও এক মেয়াদে ক্ষমতাসীন রাখার পক্ষে সংসদে (কংগ্রেসে) ভোটাভুটি হয়। আর এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিরোধী পক্ষ ও সাধারণ জনগণ কংগ্রেস ( সংসদ) ভবনে আগুন লাগিয়ে দিয়ে ষড়যন্ত্রের বিপক্ষে স্লোগান দিতে থাকে।

শনিবার (১ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানা যায়।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বিক্ষোভ, ছবি: সংগৃহীত

স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনায় এক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন বলে জানান দেশটির বিরোধী দল লিবারেল পার্টির প্রধান এফরেইন আলেগ্রে।

তিনি বলেন, প্রতিবাদের সময় এক তরুণ গুলিতে নিহত হয়েছেন। তবে গুলিতে নিহতের বিষয়টি স্বীকার করেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।