বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যের মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।
এসওএইচআর’র পরিচালক রামি আবদেল রহমান সংবাদমাধ্যমকে বলেন, বিস্ফোরণটি ভয়াবহ ছিল এবং সেটা যেন পুরো দামেস্ককে কাঁপিয়ে দিয়েছে।
রাজধানীর মূলকেন্দ্র থেকে এয়ারপোর্টটি ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের পর তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে কিছু বলা হয়নি। এছাড়া এটা কিসের বিস্ফোরণ তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এইচএ/