স্থানীয় সময় শনিবার (০৬ মে) সন্ধ্যার পর বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ম্যানিলার কুইয়াপো নামক স্থানে আড়াই ঘণ্টার ব্যবধানে দু’টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণ স্থলের পাশেই একটি বড় বস্তি রয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল ওই একই এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় একটি সম্মেলনের মিটিংয়ে অংশ নিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারা সেখানে অবস্থান করছিলেন। ওই বিস্ফোরণে অন্তত ১৪ জন আহত হন।
এপ্রিলের ওই বিস্ফোরণে পাইপ বোমা ব্যবহার করা হলেও শনিবারের বিস্ফোরণে কি ধরনের বোমা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে প্রাথমিক পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ০৬, ২০১৭
জেডএস