ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ভারতীয় ড্রাইভারদের নতুন বেতন কাঠামো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
সৌদি আরবে ভারতীয় ড্রাইভারদের নতুন বেতন কাঠামো

মানামা: সৌদি আরবে ভারতীয় গাড়ি চালকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী তাদের মাসিক বেতন হবে কমপক্ষে এক হাজার ৫০০ সৌদি রিয়াল।

একটি সৌদি দৈনিক পত্রিকায় সোমবার এ খবর প্রকাশিত হয়েছে।
 
চাকরিদাতা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখে এমন একটি সৌদি সংগঠন ওকাজের একজন কর্মকর্তা জানান, নতুন এই আইনের আওতায় ভারত থেকে আসা গাড়ি চালক ও তাদের নিয়োগকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি থাকতে হবে এবং তা অবশ্যই ভারতীয় দূতাবাস অথবা কনস্যুলেটের দ্বারা সত্যায়িত হতে হবে। গাড়ি চালকদের মাসিক বেতন হবে কমপক্ষে দেড় হাজার সৌদি রিয়াল।

ওই দৈনিকে বলা হয়, এই নতুন নিয়ম চালুর আগে ভারতীয় গাড়ি চালকরা প্রতিমাসে এক হাজার ২০০ রিয়াল করে পেতেন।

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি বিদেশী শ্রমিক রয়েছে। এদের মধ্যে আবার ভারতীয়দের সংখ্যায়ই বেশি।

এর আগে ২০০৭ সালে বাহরাইনে ভারতীয় দূতাবাস ভারতীয় গৃহপরিচারিকাদের জন্য দৈনিক কমপক্ষে একশো দিনার দেওয়ার নতুন বেতন কাঠামো নির্ধারণ করে। উপসাগরীয় দেশে কর্মরত গৃহপরিচারিকাদের নিরাপত্তার জন্য মোবাইল ফোন ব্যবহারের সুযোগ রাখার বাধ্য-বাধকতাও রাখা হয় এই আইনে।    

বাংলাদেশ সময়: ১৭৮৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।