ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী, নিউইয়র্কে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী, নিউইয়র্কে আতঙ্ক

নিউইয়র্ক: রোববার ৯/১১ হামলার দশম বার্ষিকীর দিন সন্ধ্যায় একটি উঁচু ভবনের ছাদে ধোঁয়ার কুণ্ডলী দেখে কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েছিল নিউইয়র্কবাসী।    

৯/১১এর দশম বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে আল কায়েদা এমন খবরে বুধবার থেকেই নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।



এই খবরে লোকজন এমনিতেই আতঙ্কে ছিলেন। তার ওপর রোববার সন্ধ্যায় ওই ধোঁয়া দেখে তা সন্ত্রাসী হামলা ভেবে আরও ভয় পেয়ে গিয়েছিলেন নিউইয়র্কের মানুষ।

নিউইয়র্কের দমকল কর্মকর্তারা জানিয়েছেন, মেডিসন স্কয়ার পার্কের কাছে ১১ মেডিসন অ্যাভিনিউর একটি বাড়ির ছাদে ধোঁয়া ওঠতে দেখা যায়। কিন্তু মুহূর্তেই তা উবে যায়। কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।     

তবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার বিস্ফোরণে ওই ধোঁয়ার সৃষ্টি হতে পারে।

বার্গার রেস্টুরেন্টে ঢোকার জন্য বন্ধুদের সঙ্গে পার্কে লাইনে অপেক্ষারত ২৩ বছর বয়সী একজন শিক্ষক শেইক শ্যাক বলেন,  ‘প্রথমে সবাই খুব ঘাবড়ে গিয়েছিল। তারপর যখনই তারা বুঝতে পারলো যে ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি তখন সবাই শান্ত হয়। ’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।