প্যারিস: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মারকোলি পারমাণু চুল্লি বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে বলে জানায় ফ্রান্সের গণমাধ্যম।
বিস্ফোরণে একজন নিহতসহ আহত হয়েছেন অন্তত তিন জন। চুল্লিটির তেজস্ক্রিয় বর্জ্য রাখার স্থানে এখনও আগুন জ্বলছে বলে জানায় ফ্রান্সের গণমাধ্যম লা ফিগারো।
এই পারমাণু চুল্লিটি ফ্রান্সের অন্যান্য চুল্লির মধ্যে গুরুত্বপূর্ণ। এই চুল্লি থেকে ট্রিটিয়াম উৎপাদন করা হতো।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১