ত্রিপোলি: লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন লিবিয়ার গোয়েন্দা প্রধান বাওজাইদ দোরদা। সোমাবার আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের টুইট করা বার্তায় এখবর জানা গেছে।
গাদ্দাফি প্রশাসনের কর্তাব্যক্তিদের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। দোরদা লিবিয়ার এক্সটার্নাল সিকিউরিটি অর্গানাইজেশনের (ইএসও) প্রধান ছিলেন।
দোরদার গ্রেপ্তারের মধ্য দিয়ে বিদ্রোহীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, গাদ্দাফি এবং তার বিশেষ অনুগতরা এখনও রাজধানী ত্রিপোলিতেই থাকতে পারেন। যদিও দোরদা এ ব্যাপারে অনেক কিছুই জানতে পারেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১