বুশেহর: ইরানের প্রথম পরমাণু শক্তিকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সোমবার। বহু প্রতিক্ষার পর শেষ পর্যন্ত রাশিয়ার সহায়তায় নির্মিত বুশেহর নিউক্লিয়ার শক্তিকেন্দ্রটি গত সপ্তাহ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার জ্বালানি মন্ত্রী সেরগেই স্মাতকো এবং রাশিয়ার কেন্দ্রীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান সেরগেই কিরিয়েনকো উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কিরিয়েনকো বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান সত্ত্বেও রাশিয়া তার প্রতিশ্রুতি (নির্মাণ চুক্তির আওতায়) রেখেছে। ’
উৎপাদনে আসা বুশেহর পরমাণু শক্তি কেন্দ্রের প্রথম ইউনিটটি এক হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। অবশ্য গত সপ্তাহেই এর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
বুশেহর শক্তিকেন্দ্রটি প্রাথমিকভাবে এর ৪০ শতাংশ ক্ষমতার ব্যবহার করবে। আর পুরো উৎপাদন প্রক্রিয়াটি দেখাশুনা করবে রাশিয়ার বিশেষজ্ঞরা।
রাশিয়ার কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, চালু ইউনিটটি শতভাগ কার্যক্ষম হবে চলতি বছরের শেষ নাগাদ।
জাতিসংঘের পরমাণু শক্তি কমিশনের অনুমোদিত একটি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বুশেহর পরমাণু শক্তি কেন্দ্রটি পরিচালনা, জ্বালানি সরবরাহ ও জ্বালানির অবশেষ আগামী দুই অথবা তিন বছরের মধ্যে ফিরিয়ে নিয়ে যাবে রাশিয়া। তবে অবশেষে ইরানের হাতে এর পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে।
বুশেহর পরমাণু শক্তিকেন্দ্র নির্মাণে সময় লেগেছে তিন দশকেরও বেশি। তবে ইউরোপ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে তা চালু করতে অনেক সময় নষ্ট হয়েছে।
ওই শক্তিকেন্দ্র নির্মাণ সমাপ্ত করতে রাশিয়া ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে। তবে এর আগে ১৯৭৫ সালে একাধিক জার্মান কোম্পানি এর নির্মাণকাজ শুরু করেছিল।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১