ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে দুই নারীর কঠিন শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বিবিসি কলকাতা:  ভারতে আরও দুই উপজাতি নারীকে জোরপূর্বক উলঙ্গ করে জনসম্মুখে হাটানো হয়েছে। পশ্চিম বঙ্গ পুলিশ এ কথা জানান।



মাত্র চার মাস আগে বিরবাহাম জেলার এ ধরনের আরও একটি ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অন্য সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ার অভিযোগে তাদের এ শান্তি দেওয়া হয়েছে।

বিরবাহাম পুলিশের মুখপাত্র হুমায়ুন কবির বিবিসি অনলাইনকে জানান, ওই দুই নারী থানায় মামলা করেছেন। তাদের মধ্যে একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

স্থানীয় সম্প্রদায়ের লোকজন অন্য সম্পদায়ের লোকদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ককে ভালো চোখে দেখে না।

এদিকে প্রথম ঘটনার পর পশ্চিম বঙ্গের মহিলা সংঘটন এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ঘণ্টা, আগস্ট ১৯,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।