ঢাকা: বিশ্বের অন্যতম সম্মানজনক প্রতিযোগিতা মিস ইউনিভার্স-২০১১ খেতাব জিতলো মিস এ্যাঙ্গোলা সুন্দরী লাইলা লোপেজ।
২৫ বছরের নজরকাড়া এ তন্বী বিজয়ীর মুকুট পরে সহাস্যে জানিয়ে দিলেন ‘ব্লাক ইজ বিউটিফুল।
এতো আর যেনতেন প্রতিযোগিতা নয়। মিস ইউনিভার্স খেতাব জিততে লোপেজ সারা বিশ্বের ৮৮ জন সুন্দরীর সৌন্দর্যকে ম্লান করে সবার সামনের সারিতে দাঁড়িয়েছে। পরেছে বিজয়ের মুকুট।
সোমবার রাতে ব্রাজিলের সাও পাওলোর ক্রেডিকার্ড হলে বিশ্বের অন্যতম জাকজমকপূর্ণ মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬০তম আসর বসে।
প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালের রাতের জমকালো আসরে শীর্ষ ১৫ সুন্দরী একে একে সাঁতারের এবং সান্ধ্যকালীন পোশাক পরে বিচারকদের সামনে আসেন। পরে বিচারকদের প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেন তারা।
এর মধ্য দিয়ে শীর্ষ ১০ প্রতিযোগীকে নির্বাচনের পর ঘোষণা করা হয় মিস ইউনিভার্সের নাম।
নিজের দেশের জন্য প্রথম এ সম্মান বয়ে আনেন লোপেজ। বিট্রেনে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে পড়–য়া এই তন্বীর জীবনে নামে সুখের সেই মাহেন্দ্রক্ষণ। যখন শুনতে পান নিজের নাম এবং মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন তার অগ্রজ গতবারের মিস ইউনিভার্স।
এছাড়া এই আসরে প্রথম রানার আপ হন মিস ইউক্রেন ওরেসা স্টিফানকো এবং দ্বিতীয় রানার আপ মিস ব্রাজিল প্রিসিলা মাকাডো।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১