হংকং: টুইনটাওয়ারে হামলার ১০ বছর পূর্তি উপলক্ষে আল কায়েদা ওসামা বিন লাদেনের বার্তা সম্বলিত এক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে ওসামা বিন লাদেন আমেরিকার জনগণের উদ্দেশে বক্তব্য রাখছেন এমন দৃশ্য ধারন করা আছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট পর্যবেক্ষক দল।
‘দ্য ডন অব ইমিনেন্টে ভিক্টরি’ নামের ৬২ মিনিটের ওই ভিডিওতে ওসামা বিন লাদেনের বক্তব্যের পাশাপাশি আল কায়েদার নতুন প্রধান আয়মন আল জাওয়াহিরির বক্তব্যও আছে। ভিডিওতে জাওয়াহিরি আরব উত্থানকে অভিনন্দিত করে বক্তব্য প্রদান করেন। সোমবার ভিডিওটি ইসলামি জিহাদিদের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট পর্যবেক্ষক দলটি জানায়, যে ভিডিওটি সম্প্রতি আল কায়েদা প্রকাশ করেছে তা পাকিস্তানে লাদেনের ডেরা থেকেও উদ্ধার করা হয়েছিল। ওয়াশিংটন ওই ভিডিওটি শব্দহীনভাবে সম্প্রচার করেছিল।
ওয়াশিংটনের সন্ত্রাসী তালিকার শীর্ষে আছে এখন আয়মন আল জাওয়াহিরি। ভিডিওটিতে তিনি বিগত বছরগুলোতে তাদের কার্যক্রম, আরব বিশ্বের উত্থান এবং ওসামা বিন লাদেন সম্পর্কে বিশদ বক্তব্য রাখেন। বক্তব্যে জাওয়াহিরি বলেন, ইসলাম এবং শরিয়াভিত্তিক সরকার প্রতিষ্ঠায় আর কায়েদার সমর্থকরা বিপ্লবের জন্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১