মুম্বাই: মুম্বাই বিমান বন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার জন্য সন্ত্রাসীরা ছোটো বিমান বা হেলিকপ্টার ব্যবহার করতে পারে।
তবে কাদের হুমকির প্রেক্ষিতে মুম্বাইয়ের বিমানবন্দরে এই হামলার আশংকা করা হচ্ছে তা কোনো পক্ষ থেকেই নিশ্চিত করে বলা হয়নি।
কেউ যদি ব্যক্তিকভাবে ছোটোবিমান বা হেলিকপ্টার ভাড়া করতে চায় তাহলে তাদের ব্যাপারে যেনো যথেষ্ট তদন্ত করা হয় বলেও জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
এমনটি ব্যক্তিগত হেলিপ্যাড এবং বিমানবন্দরও ব্যবহার না করার নির্দেশ দিয়েছে গোয়েন্দা অধিদপ্তর।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১