ত্রিপোলি: লিবিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার অ্যামেনেস্টির প্রকাশিত এ রিপোর্টে এতথ্য উঠে এসেছে।
লিবিয়ার বিগত তিন মাসের ঘটনার ওপর ভিত্তি করে ১০০ পৃষ্ঠার এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়, লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি এবং তার অনুগতরা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কিন্তু গাদ্দাফিকে উৎখাতে যারা ভূমিকা পালন করেছে সেই বিদ্রোহীরাও যুদ্ধাপরাধ করেছে। বিদ্রোহীদের করা অপরাধ একেবারেই গুরুত্বহীন নয়।
অ্যামেনেস্টির রিপোর্টে বলা হয়, ‘বিদ্রোহীদের জাতীয় অর্ন্তবর্তী পরিষদের (এনটিসি) নেতৃত্বে এর সদস্যরা এবং সমর্থকরা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। কিছু কিছু ক্ষেত্রে তারা যুদ্ধাপরাধও করছে, যদিও তা অনেক কম। ’
রিপোর্টে বলা হয়, ‘বিদ্রোহীরা গত এপ্রিল এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে আইন বহির্ভূতভাবে গাদ্দাফির কয়েক ডজন অনুগতকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পরপরই বিদ্রোহীরা লিবিয়ার পূর্বাঞ্চলের দায়িত্ব গ্রহন করে। উত্তেজিত বিদ্রোহী সেনা এবং সমর্থকরা গুলি করে, ফাঁসি দিয়ে এবং নানা উপায়ে কয়েক ডজন আটককৃত সৈন্যকে হত্যা করেছে। ’
এদিকে লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তী পরিষদের আইনমন্ত্রী মোহাম্মদ আল আলাগি বিদ্রোহীদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ নাকোচ করেছেন।
তিনি বলেন, তারা সেনাবাহিনী নয়, তারা স্রেফ সাধারণ জনগণ। তাদের কাজকে যুদ্ধাপরাধ হিসেবে বলা যায় না।
কয়েক হাজার লিবীয়কে তাদের বাসা, মসজিদ, রাস্তা থেকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের মধ্যে ১২ বছর বা এর আশেপাশের বয়সের অনেক শিশুও আছে বলে রিপোর্টে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১