ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার ভিত্তি হবে মধ্যপন্থী ইসলামী মতাদর্শ: এনটিসি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
লিবিয়ার ভিত্তি হবে মধ্যপন্থী ইসলামী মতাদর্শ: এনটিসি প্রধান

ত্রিপোলি: লিবিয়ার জাতীয় অন্তবর্তী পরিষদের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদুল জলিল ত্রিপোলিতে লিবিয়ার জনগণের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে বলেছেন, মধ্যপন্থী  ইসলামের মতাদর্শের ভিত্তিতে লিবিয়া পরিচালিত হবে।

হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে শহীদ চত্ত্বরে (সাবেক গ্রিন স্কয়ার) তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন জনতা তাকে পতাকা নেড়ে শুভেচ্ছা জানায়।

এই ভাষণে লিবিয়াকে একটি আধুুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা দিয়ে বলেন, এই রাষ্ট্রের ভিত্তি হবে মধ্যপন্থী ইসলাম।

এর আগে লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি একটি টেলিভিশন ভাষণে জেতা না পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে ৬৯ বছর বয়সী এই সাবেক নেতা কোথায় আছেন তা জানা যায়নি।

এর আগে লিবিয়ার অন্তবর্তী পরিষদ দশদিনের মধ্যে আর একটি নতুন অন্তবর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু বিবিসির পিটার বিলি ত্রিপোলি থেকে জানান অন্তবর্তী সরকারকে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

বেনগাজি থেকে ত্রিপোলিতে স্থানান্তরিত হওয়ার পর, প্রায় দশ হাজার সমর্থক প্রতিশোধমূলক আক্রমণ পরিহার করেছে উল্লেখ করে জলিল বলেন, লিবিয়ার নতুন নেতৃত্ব কোন চরমপন্থী আদর্শকে মেনে নেবে না।  

জলিল বলেন, ‘আমাদেরকে মাথায় রাখতে হবে, ‘আমরা একটি মুসলিম জাতি। কিন্তু  আমরা ইসলামের মধ্যপন্থা অবলম্বন করি।   আপনারা সব সময়-ই আমাদের পাশে থাকবেন এবং সমর্থন দিয়ে যাবেন।   কেউ বিপ্লব ছিনিয়ে ওেয়ার চেষ্টা করলে আপনারাই আমাদের অস্ত্র। ’

অন্তবর্তী পরিষদে যোগ দেওয়ার আগে জলিল গাদ্দাফি সরকারের বিচারমন্ত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।