ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলভ্যানে বন্ধুকধারীদের হামলায় নিহত পাঁচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
পাকিস্তানে স্কুলভ্যানে বন্ধুকধারীদের হামলায় নিহত পাঁচ

পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের অদূরে মঙ্গলবার বন্ধুকধারীরা একটি স্কুলবাসে অতর্কিত হামলা চালালে পাঁচ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

নিহতদে মধ্যে তিনটি শিশু, একজন শিক্ষক এবং ভ্যানচালক।

পেশোয়ার পুলিশ এ তথ্য জানিয়েছে। শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

পুলিশ কর্মকর্তা কাইয়ুম খান জানান, শিশুরা যখন স্কুল ভ্যানে করে বাড়ি ফিরছিল তখন বন্দুকধারীরা ওই বাসে হামলা চালায়। আহতদের স্থানীয় পেশোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাত্তানি এলাকার কাছে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে এই এলাকাটিকে সবচেয়ে বিপদজ্জনক বলে মনে করে এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার প্রধান কার্যালয় এখানে অবস্থিত।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।