বুয়েন্স আয়ার্স: আর্জেন্টিনায় একটি বাস এবং দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে একশো জন আহত এবং ছয়জন নিহত হয়েছে। আহতদের অনেকের অবস্থাই গুরুতর।
খবরে বলা হয়, একটি ট্রেন এবং একটি বাসের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন বিপরীত থেকে আসা আর একটি ট্রেন প্রথম ট্রেনটিকে থাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। কর্মব্যস্ত সময় (স্থানীয় সময়) বেলা একটায় এই দুর্ঘটনা ঘটে।
আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়, দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধবংসস্তুপের মধ্য দিয়ে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১