ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় বাস ট্রেন সংঘর্ষে নিহত ৬,আহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
আর্জেন্টিনায় বাস ট্রেন সংঘর্ষে নিহত ৬,আহত ১০০

বুয়েন্স আয়ার্স: আর্জেন্টিনায় একটি বাস এবং দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে একশো জন আহত এবং ছয়জন নিহত হয়েছে। আহতদের অনেকের অবস্থাই গুরুতর।

দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের কাছে এই দুর্ঘটনা ঘটে। বুয়েন্স আয়ার্স পুলিশ এ তথ্য জানিয়েছে।  

খবরে বলা হয়, একটি  ট্রেন এবং একটি বাসের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন বিপরীত থেকে আসা আর একটি ট্রেন প্রথম ট্রেনটিকে থাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। কর্মব্যস্ত সময় (স্থানীয় সময়) বেলা একটায় এই দুর্ঘটনা ঘটে।  

আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়, দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধবংসস্তুপের মধ্য দিয়ে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।     

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।